বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত প্রায় ৪৬ কোটি, মৃত্যু ৬০ লাখ ৬৬ হাজার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৫ কোটি ৯৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৬৬ হাজার ৮৯৯ জন। একই সময়ে অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩৯ কোটি ২৯ লাখের বেশি মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ১৭ লাখ ৪৩ হাজার ১৪৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৬ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ লাখ মানুষ।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ১৭ হাজার এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ১২ লাখ ১৫ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৩১৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯১ হাজার ২৮ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৫৬০ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ১৬ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৮২ হাজার ১৯৬ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৫ হাজার ৩২৬ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম যুক্তরাজ্য এবং ষষ্ঠ স্থানে রয়েছে রাশিয়া।

মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। এমন অবস্থার পর করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ফের আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। বেশিরভাগ দেশ করোনার বিধিনিষেধ পুরোপুরি তুলে নিয়েছে। যদিও জাতিসংঘ আশঙ্কা করছে, করোনাভাইরাস দীর্ঘদিন ধরেই পৃথিবীতে থাকবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com