ঢাকা : আগামী দুই দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটা জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের শুনানিতে এ কথা বলেন জানিয়েছে সিএনএন। হামলা শুরুর পর থেকে ইউক্রেনের ২ হাজার ৫৮১ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ।
সামরিক স্থাপনার পাশাপাশি ইউক্রেনের ৮৯৭টি ট্যাংক, ৩৩৬টি কামান ও মর্টার, ৬৬২টি বিশেষ সামরিক যান ও ৮৪টি চালকবিহীন বোমারু বিমান ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ২০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে বলে দাবি করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
মধ্যে বেশিরভাগই গেছে পোল্যান্ডে। আর বাকিরা আশ্রয় নিয়েছে হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া, মলডোভাসহ পাশের দেশগুলোতে।