ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।