ঢাকা : রাজধানীর দক্ষিণখানের একটি আবাসিক ভবনের পাচঁ তলায় গ্যাসের লাইন সংযোগ দেওয়ার সময় গ্যাস লিকেজ থেকে আগুনে নারীসহ তিন জন দগ্ধ হয়েছেন।
সোমবার (৭ মার্চ) রাতে দক্ষিণখান মহিলা কলেজ রোডে কামরুল ইসলামের বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে তিনজনকে দগ্ধ অবস্হায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- ওই বাসার ভাড়াটিয়া মনিরা বেগম (৩৫), মোহাম্মদ শাকিব (২৬) ও মোহাম্মদ জসিম (৪০)।
দগ্ধ মনিরা বেগমের স্বামী আনোয়ার হোসেন জানান, বাসার নিচতলা থেকে গ্যাস লাইন পাঁচতলায় সংযোগ দেওয়া হয়েছিল। কাজ শেষ করে অটোচুলা চালু করলে সারা ঘরে আগুন লেগে যায়। এতে তার স্ত্রী মনিরা বেগমসহ কোম্পানির দুই কর্মচারি দগ্ধ হয়।
তিনি আরও জানান, এ সময় ঘরের আসবাবপত্র কিছু আগুনে পুড়ে যায়। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, দক্ষিণখান থেকে নারীসহ তিনজন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছে। তাদের মধ্যে মনিরার ২২ শতাংশ, শাকিবের ২২ শতাংশ ও জসিমের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, চিকিৎসক জানান তিন জনের অবস্হা গুরুতর।