ঢাকা : ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। মঙ্গলবার তারা দেশে ফিরবেন।
পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাংলাদেশ সময় রবিবার (৬ মার্চ) ভোরে তারা রোমানিয়া পৌঁছেছেন। নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ সঙ্গে নিয়ে রোমানিয়া পৌঁছান নাবিকরা।
ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। বন্দরে থাকা জাহাজটিতে রকেট হামলা হয়। হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন।