যশোর : যশোরের শার্শায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুজন। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মুদি ব্যবসায়ী মহিন (৩৬) ও একই গ্রামের মৃত রমজানের ছেলে রাজমিস্ত্রি আশরাফুল (৪২)। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে মহিন ও আশরাফুল নাভারন বাজারে মুদি মালামাল কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে শার্শা থেকে নাভারনগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাভারন হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।
নাভারন হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে আলাপ করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।