আন্তর্জাতিক ডেস্ক : আল জাজিরার সাথে একান্ত সাক্ষাত্কারে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন “ইউক্রেনের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এবং প্রযুক্তি রয়েছে। আমাদের মিশনটি পরিষ্কার: ইউক্রেনকে নিরস্ত্র করা এবং রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন কোনও অস্ত্র স্থাপন ও তৈরি করতে না দেওয়া।”
ল্যাভরভ আরও বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন বারবার আমাদের অবস্থান প্রকাশ করেছেন, যা আমাদের প্রতিনিধি দল বেলারুশে ইউক্রেনের সাথে আলোচনায় জানিয়েছিল: ক্রিমিয়া রাশিয়ার অংশ; লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলের সীমানার মধ্যে লুহানস্ক এবং ডোনেটস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেওয়া; নাৎসিবাদের নির্মূল যেমন নাৎসি জার্মানির ক্ষেত্রে হয়েছিল।’
প্রধান ইউক্রেনীয় শহরগুলিতে রাশিয়ার আক্রমণ বাড়ায় রাষ্ট্রপতি জেলেনস্কি আরও আন্তর্জাতিক সহায়তার জন্য অনুরোধ করেছেন। রাশিয়া বলেছে, ইউক্রেনের সঙ্গে বৃহস্পতিবার আবার আলোচনা শুরু হবে।
এদিকে, জাতিসংঘের সাধারণ সভায় ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার নিন্দা করা হয়েছে এবং অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এবং হোয়াইট হাউস রাশিয়ান এবং বেলারুশিয়ান সংস্থাগুলির উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে, যার মধ্যে রাশিয়ান তেল পরিশোধন অন্যতম।