ঢাকা : আরও দুই থেকে তিনদিন দেশের তাপমাত্রা এরকম পরিস্থিতিতে থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় চলমান শৈত্য প্রবাহও বহমান থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে তিনি এ তথ্য জানান।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে শৈত্য প্রবাহ আছে। একই সঙ্গে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মৌলভীবাজার, ফরিদপুর, রাঙামাটি ও যশোরের এ অঞ্চলে শৈত্য প্রবাহ চলমান রয়েছে, যা অব্যাহত থাকবে। আজ রাজধানীতে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়াতে সর্বোনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, দেশের চলমান আবহাওয়া পরিস্থিতি এইভাবে আরও দুই থেকে তিনদিন চলবে। আগামী ৪ ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সে অনুযায়ী ৪ ফেব্রুয়ারির আগে তাপমাত্রা একটু বাড়বে। বৃষ্টির পর পর শৈত্য প্রবাহের অঞ্চলগুলোতে শীত কমে আসবে।’