ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়া এলাকায় যুবলীগের প্রচার সম্পাদক মো. শাকিলের (৩০) দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (৩০ জানুয়ারি) রাত ১০টায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রাত সাড়ে ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
গুলিবিদ্ধ শাকিলের ভাই সাব্বির বলেন, আমার ভাই চায়ের দোকানে বসে ছিল। সেখানে এসে আমার ভাইকে দুই পায়ে গুলি করে দুর্বৃত্তরা। গুলি করে তারা পালিয়ে যায়।
শাকিল খিলগাঁও থানার ৩ নং ওয়ার্ডের যুবলীগের প্রচার সম্পাদক বলেও জানান সাব্বির। তিনি বলেন, কে বা কারা এই কাজ করেছে সে বিষয়ে কিছু জানি না। বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, রাতে খিলগাঁও এলাকা থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছিল। তারা তদন্ত করছে।