বিশ্বজুড়ে করোনায় আরও ১০ হাজার মৃত্যু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনার অতিসংক্রামক ধরন ডেলটা ও অমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৪ লাখের বেশি মানুষ।

আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল থেকে শনিবার (২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জন। এ রোগে মারা গেছেন ১০ হাজার ৩২৪ জন। নতুন শনাক্তদের নিয়ে বিশ্বব্যাপী করোনার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ কোটি ৩ লাখ ২১৫ জন। ‍করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৬৮ হাজার ১৫ জন। এছাড়া নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের নিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৬৮ হাজার ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এই দিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৩০০ জনের এবং এই রোগে মারা গেছেন ২ হাজার ৭৩২ জন।

একই সময়ে ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৫০৩, মৃত ২৬৩; ভারতে নতুন আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ১৪২, মৃত ৮৬২; ব্রাজিলে নতুন আক্রান্ত ২ লাখ ৫৭ হাজার ২৩৯, মৃত ৭৭৯; জার্মানিতে নতুন আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৪৬৪, মৃত ১৭৯; ইতালিতে নতুন আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৮৯৮, মৃত ৩৭৮; স্পেনে নতুন আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ৯২২ এবং মৃত ১৯৯।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com