ঢাকা : মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
আগামী ৩০ জানুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন ঢাকা-শারজাহ-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এ সংস্থা। এটি ইউএস বাংলার ১১তম আন্তর্জাতিক রুট।
এর মধ্যে দিয়ে শারজাহতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
শনিবার ছাড়া সপ্তাহের অন্যদিনগুলোতে ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে সরাসরি শারজাহ-তে স্থানীয় সময় রাত ১২টা ৩০মিনিটে পৌঁছাবে। অপরদিকে শারজাহ থেকে ঢাকার উদ্দেশে মঙ্গল, বুধ ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় সকাল ৮টায় অবতরণ করবে। এ ছাড়া সোম, বৃহস্পতি ও শনিবার রাত ১টা ৩০ মিনিটে শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে এবং সকাল ৮টায় চট্টগ্রামে অবতরণ করবে।