আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার বর্নো রাজ্যে জিহাদিরা দুইজনকে হত্যা এবং ২০ শিশুকে অপহরণ করেছে। সেখানে এক দশকেরও বেশি সময় ধরে ব্যাপক জঙ্গি তৎপরতা অব্যাহত রয়েছে। শুক্রবার এক কমিউনিটি নেতা ও দুই বাসিন্দা এ কথা জানান।
ওই দুই বাসিন্দা ও কমিউনিটি নেতার দেয়া তথ্য অনুযায়ী, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএ) জিহাদিরা বৃহস্পতিবার নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় চিবক শহরের কাছের পিয়েমি গ্রামে হামলা চালিয়ে দুইজনকে হত্যা এবং ১৩ বালিকা ও সাত বালককে অপহরণ করে।
স্থানীয় সরকারের এক কর্মকর্তা এ হামলার খবর নিশ্চিত করেন। তবে তিনি অপহরণের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
খবর এএফপি