নওগাঁ : নওগাঁর পত্নীতলায় মালবাহী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে নজিপুর-সাপাহার সড়কের কমরজাই নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দিবর ইউনিয়নের বড় মহারন্দি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৫৫) ও একই গ্রামের জুয়েল রানার স্ত্রী বুলবুলি আক্তার (৩৫)।
পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ভ্যানযোগে মধইল বাজারের দিকে যাচ্ছিলেন তারা।
পথে করমজাই নকুচা এলাকায় পৌঁছালে ভ্যানটি এক্সেল ভেঙ্গে যায়। এ সময় পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বুলবুুলি আক্তার মারা যান। এতে গুরুতর আহত হন ফারুক হোসেন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনিও মারা যান।
তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।