ঢাকা : বরগুনা-ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মনিকা রানী (৪০) নামে আরও একজনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি বলেন, ‘ঝালকাঠি এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় আমাদের এখানে ২১ জন আসেন। ২৫ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মনিকা রানী নামের একজন মারা যান। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল।
উল্লেখ্য, ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বরগুনা, ঝালকাঠি ও ঢাকায় তিনটি মামলা হয়েছে। মামলায় লঞ্চের মালিকসহ পাঁচজন কারাগারে রয়েছেন।