ঢাকা: ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাকচাপায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের কালিবাজার সেনবাড়ির ফজলুল হকের ছেলে বাবু মিয়া (২৫), সোহরাব উদ্দিনের ছেলে ইয়াসিন আলি (১৮) ও ইসলাম মিয়ার ছেলে রিপন মিয়া (২০)।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
তিনি জানান, শম্ভুগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে ওই তিন জন ত্রিশালে গ্রামের বাড়ি ফিরছেন। পথে পেছন থেকে ট্রাকচাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারা। একই ঘটনায় আরেক মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তিন জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।