ঢাকা : কেয়া অ্যাগ্রো প্রসেস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : এমটিও/অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং)। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : অবশ্যই স্নাতক পাস হতে হবে। তবে মার্কেটিং বিষয়ে স্নাতক পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়াও প্রার্থীর ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকলে অতিরিক্ত সুবিধা পাবে। তবে ব্র্যান্ড প্লানিং/ ডেভেলপমেন্ট বা ব্র্যান্ড প্রমশন নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেলস/মার্কেটিং বা সেলসম্যানের কার্যক্রম সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা ২০-৩০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে : আগ্রহীরা আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ : ১০ ফেব্রুয়ারি, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কাজের ভিত্তিতে টিএ/ডিএ প্রদান করা হবে।