প্রতিবছরই অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইউরোপ-আমেরিকা যেতে চান। এসব দেশের পাশাপাশি বর্তমানে তরুণ প্রজন্মের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে পশ্চিম-এশিয়ার দেশ জাপান। দেশটি উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘টোকিও গ্লোবাল পার্টনার স্কলারশিপ’ দিচ্ছে। প্রোগ্রামটির অধীনে টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে (টিএমইউ) স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি (টিএমইউ)। এটি সরকারি গবেষণামূলক উচ্চশিক্ষার জন্য দুর্দান্ত একটি প্রতিষ্ঠান। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন। এ প্রতিষ্ঠানে টোকিও গ্লোবাল পার্টনার স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬-এর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃত্তির সুযোগ-সুবিধা:
টোকিও গ্লোবাল পার্টনার বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। এ বৃত্তির আওতায় নির্বাচিত প্রার্থীরা টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। বিমানভাড়া ও ভর্তি ফি-ও মিলবে। উপবৃত্তি হিসেবে প্রতিমাসে পাওয়া যাবে ১ লাখ ৫০ হাজার ইয়েন এবং বৃত্তির নীতিমালা অনুযায়ী অন্যান্য সব সুযোগ-সুবিধা তো থাকছেই।
আবেদনের যোগ্যতা:
আগ্রহী শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে অবশ্যই স্নাতক ডিগ্রির সনদ থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে স্নাতকোত্তর সনদ থাকতে হবে। এছাড়া প্রার্থীকে গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা কিংবা উদ্যোক্তা প্রতিষ্ঠানে বাস্তব কাজের অভিজ্ঞতার সনদ প্রদর্শন করতে হবে।
অধ্যয়নের বিষয়গুলো:
স্কুল অব হিউম্যান হেলথ সায়েন্সেস; স্কুল অব সিস্টেমস ডিজাইন; স্কুল অব আরবান এনভায়রনমেন্টাল সায়েন্সেস; গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স; গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট; গ্র্যাজুয়েট স্কুল অব ল অ্যান্ড পলিটিকস ও গ্র্যাজুয়েট স্কুল অব হিউমানেটিজ।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী শিক্ষার্থীরা এই https://www.ic.tmu.ac.jp/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা:
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ অক্টোবর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।