ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে বৈরিতা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল: তারেক রহমান

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনশক্তি জনবল বিএনপির মনোবল’। তিনি বলেন, জনগণই বিএনপি’র সকল শক্তির উৎস। তাই জনগণকে ভালোবাসুন। এমন কোন কর্মকাণ্ড করবেন না যাতে জনমনে বিরূপ প্রভাব পড়ে।

আজ মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছে। অথচ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দলের বক্তব্য শুনে জনগণের মনে নানা প্রশ্ন ও নেতিবাচক ধারণার জন্ম দিচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন শর্তারোপ করে নির্বাচন বাধাগ্রস্থ করলে গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়বে। গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হবে। এতে বিপদে পড়বে পুরো দেশ ও দেশের মানুষ। আবারও সৃষ্টি হবে ফ্যাসিবাদ ফিরে আসার পথ।

তারেক রহমান বলেন, সংবিধান ও বিধিবদ্ধ দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। ফ্যাসিবাদ ঠেকানোর একমাত্র পথ জনগণকে শক্তিশালী করা। আর জনগণকে শক্তিশালী করার প্রধান মাধ্যম হলো নির্বাচন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এখন ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে নিত্যনতুন বৈরিতা সৃষ্টি হলে তা হবে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।

তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। বিজ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আরো যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে বিএনপি নানা উদ্যোগ নিয়েছে। শিক্ষাকারিকুলামে আমরা ব্যবহারিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা যুক্ত করতে চাই। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে বর্তমানে বিশ্বনায়ক হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

তারেক রহমান জানান, বিএনপির আগামীর রাজনীতি হবে কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। দেশে-বিদেশে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির রাজনীতি। অর্থনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, জলবায়ু এগুলো এখন মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাই বন্যা করা থেকে দেশকে রক্ষা করতে বিএনপি ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে।

ভয়ংকর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে গত সাড়ে ১৫ বছর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জীবন বাজি রেখে সংগ্রাম করেছে জানিয়ে তারেক রহমান বলেন, আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী রক্ত ঝরিয়েছে। গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

স্বেচ্ছাসেবক দলকে বিএনপি’র আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ৩১ দফা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে অনেক ভূমিকা রাখতে হবে। এ সময় সারাদেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে একদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করতেও স্বেচ্ছাসেবক দলকে আহ্বান জানান তিনি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com