শিরোনাম
টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের হামলায় আহত নুরুল হক নুর গুম বন্ধে আন্তর্জাতিক আইনে বিচার বাস্তবায়ন বিএনপির অঙ্গীকার: তারেক রহমান

ক্ষুধায় ২৬৩ ফিলিস্তিনির মৃত্যু, গাজায় প্রাণহানি ছাড়াল ৬২ হাজার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

গাজায় বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। মৃত্যুর মিছিল এখন ৬২ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলি ত্রাণসহ বিভিন্ন সহায়তা অবরোধের মধ্যে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা ২৬৩ জনে পৌঁছেছে, যার মধ্যে ১১২ জনই শিশু। সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬০ জন গাজাবাসী নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো গণহত্যায় কমপক্ষে ৬২ হাজার চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে মোট আহতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ২৩০ জন।

মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। এর মধ্যে রয়েছে দুই শিশুও। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৬৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু।

প্রতিবেদনে বলা হয়, গাজায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার প্রচেষ্টা। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। একইসঙ্গে জরুরি দলগুলো নিরলস ইসরায়েলি বোমাবর্ষণের কারণে এবং তাদের নিজস্ব সরঞ্জামের অভাবে ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে পারছে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২৭ মে থেকে ইসরায়েলি বাহিনী জরুরি খাদ্য ও সরবরাহ পৌঁছানোর চেষ্টা করার সময় ১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত করেছে ১৪ হাজার ৭০১ জন ফিলিস্তিনিকে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com