পিআর ইসলামবিরোধী পদ্ধতি: মাওলানা আশরাফুল হক

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ঢাকা : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেছেন, “আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মীমাংসিত বিষয়। এখানে সংস্কারের কোনো অবকাশ নেই।”

পিআর পদ্ধতিকে ইসলামবিরোধী বলেও মনে করেন তিনি। গতকাল রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে মাওলানা একে এম আশরাফুল হক বলেন, “যারা প্রচলিত নির্বাচন পদ্ধতির বাইরে গিয়ে আনুপাতিক তথা পিআর এর মতো আজগুবি নির্বাচনি পদ্ধতির দাবি করছেন এর মধ্যে কিছু ইসলামি দলকেও আমরা দেখতে পাচ্ছি। অথচ পিআর পদ্ধতির নির্বাচন একটি ইসলামবিরোধী পদ্ধতি। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলেছে। দল বা প্রতীক নির্বাচন করতে বলেনি।”

আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই পিআর এর দাবি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্রকে সবসময় দুর্বল করে বিদেশীদের তাঁবেদার বানানোর গভীর ষড়যন্ত্র বলে জানান তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী ফরমায়েশি নির্বাচন পদ্ধতি পিআর নির্বাচনের দাবির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে মাওলানা একে এম আশরাফুল হক আরও বলেন, “নির্বাচনের সংস্কারে অভিনব এই পদ্ধতির দাবি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনে নিয়ামক ভূমিকা পালন করবে। কারণ আগামীতে বাংলাদেশের কোথাও কোনো আসনে এককভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ বা তাদের সহযোগী কোনো প্রার্থী বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্ত এই আজগুবি নির্বাচনি পদ্ধতিতে আনুপাতিক পার্সেন্টের হিসেবের মারপ্যাঁচে তাদের বেশ কিছু আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করবে। যা বৈষম্যবিরোধী আন্দোলনে পর পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের জনগণ কখনও মেনে নেবে না।

নেজামে ইসলাম সভাপতি বলেন, “যারা কথিত পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অনেকেরই জামানত পর্যন্ত থাকবে না।”

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com