চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে একটি পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। তাদের লাশ স্থানীয় হাসপাতাল ও মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রাতে অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনার তদন্ত করছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com