ঢাকা : জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলীয় ফোরামে চূড়ান্ত খসড়াটি পর্যালোচনা করে তারপর বিএনপি আনুষ্ঠানিক মতামত জানাবে বলে তিনি জানিয়েছেন।
রোববার (১৭ আগস্ট) এ কথা বলেছেন তিনি।
‘কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি’ উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, “পর্যালোচনা করে ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি।”
উল্লেখ্য, শনিবার (১৬ অগাস্ট) মতামতের জন্য জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়। এর আগে গত ৮ আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেছিলেন, শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে।