শিরোনাম
দেশের প্রথম ভ্যাকসিন ও এন্টিভেনাম উৎপাদন প্লান্ট হচ্ছে মুন্সিগঞ্জে, ব্যয় ৩১২৪ কোটি টাকা বাংলাদেশের শুল্কমুক্ত আমদানি ঘোষণায় ভারতে চালের দাম বৃদ্ধি ‘রুকন না হলে চাকরি থাকবে না’, এটি সম্পূর্ণ মিথ্যা: ইফার ডিজি রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু কক্সবাজার সফর: এনসিপির ৫ নেতাকে দেয়া শোকজ প্রত্যাহার নেপালকে অনায়াসে হারাল বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের সকল সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিলেন সেনাপ্রধান ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বলেছেন রুকন না হলে চাকরি থাকবে না: রিজভী লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা: হাসনাত রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত, আহত শতাধিক

কক্সবাজার সফর: এনসিপির ৫ নেতাকে দেয়া শোকজ প্রত্যাহার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে দেয়া কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দলটির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জনাব সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব জনাব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক জনাব খালেদ সাইফুল্লাহ-এর প্রতি পৃথক পাঁচটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিল। যার প্রেক্ষিতে উল্লেখিত নেতৃবৃন্দ দফতর মারফত আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করেন।

শোকজের জবাব বিশ্লেষণে উপরোক্ত ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উল্লেখিত শোকজ নোটিশসমূহ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের গোপন বৈঠকের গুঞ্জন ছড়ালে যমুনা টেলিভিশনকে তা নাকচ করে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব জনাব তাসনিম জারা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com