শিরোনাম
দেশের প্রথম ভ্যাকসিন ও এন্টিভেনাম উৎপাদন প্লান্ট হচ্ছে মুন্সিগঞ্জে, ব্যয় ৩১২৪ কোটি টাকা বাংলাদেশের শুল্কমুক্ত আমদানি ঘোষণায় ভারতে চালের দাম বৃদ্ধি ‘রুকন না হলে চাকরি থাকবে না’, এটি সম্পূর্ণ মিথ্যা: ইফার ডিজি রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু কক্সবাজার সফর: এনসিপির ৫ নেতাকে দেয়া শোকজ প্রত্যাহার নেপালকে অনায়াসে হারাল বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের সকল সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিলেন সেনাপ্রধান ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বলেছেন রুকন না হলে চাকরি থাকবে না: রিজভী লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা: হাসনাত রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত, আহত শতাধিক

ফ্যাসিস্টের দোসর শমী চঞ্চল জয়া শাকিবদের প্রতীকী জুতাপেটা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ঢাকা : ১৫ আগস্ট নিয়ে ফেসবুকে ‘শোকগাথা’ লিখে ছাত্র-জনতার রোষানলে পড়েছেন দেশের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ। সাংস্কৃতিকভাবে ফ্যাসিজমকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। নায়ক শাকিব খান, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শমী, জয়া আহসানদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আজ শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় কালচারাল ফ্যাসিস্টদের প্রতীকী জুতাপেটার কর্মসূচি পালিত হয়েছে। সেখানে একটি ব্যানারে ফ্যাসিজমের পালে হাওয়া দেওয়া বিনোদন অঙ্গনের তারকা, সাংবাদিক, চিত্র নির্মাতাদের ছবিতে প্রতীকী জুতাপেটা করেন ছাত্র-জনতা।

ব্যানারে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে আওয়ামী সুবিধাভোগী অভিনেতা সঞ্চল চৌধুরী, অভিনেত্রী শমী কায়সার, শম্পা রেজা, জয়া আহসান, শামিম (মনা), জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক শাকিব খান, স্বাধীন খসরু, কচি খন্দকার এবং মেহের আফরোজ শাওনের ছবিতে ক্ষোভ ঝেরেছেন ছাত্র-জনতা।

এছাড়া সাংবাদিক শাহেদ আলম, আব্দুন নূর তুষার, জ. ই মামুন, আনিস আলমগীর, ফারাবী হাফিজ, লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কামরুল হাসান মামুন, ক্রিকেটার সাকিব আল হাসান, সংগীতশিল্পী রাহুল আনন্দ, ব্যান্ডদল আর্টসেলের লিংকন এবং নাট্যকার সুমন আনোয়ারও বাকশালি ফ্যাসিজমের প্রতি সহানুভূতির জন্য ছাত্র-জনতার তোপের মুখে পড়েছেন।

এই তারকাদের অনেকেই বছরখানেক আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কিছু সময়ের জন্য ভোল পালটে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে এখন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সে প্রচেষ্টার একটা সামষ্টিক বহিঃপ্রকাশ দেখা গেছে ১৫ আগস্টকে ঘিরে।

দিনটিকে কেন্দ্র করে তারা সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন। ছবি আর ইঙ্গিতপূর্ণ ক্যাপশনে ফ্যাসিবাদী শাসনের প্রতি এক নীরব সম্মতি জানিয়েছেন এই তারকারা।

এতে সামাজিক মাধ্যমে জুলাই বিপ্লবের পক্ষের শক্তির ব্যাপক তোপের মুখে পড়েছেন তারা। জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স নামক বিপ্লবীদের একটি সংগঠন ফ্যাসিস্টের দোসর তারকাদের উত্তরায় অবাঞ্চিত ঘোষণা করেছে। এক ফেসবুক পোস্টে তারা বলেছে, ফ্যাসিস্টদের দোসর যে সব তারকারা আজকে (১৫ আগস্ট) শোক দিবস পালন করেছে, তাদেরকে উত্তরায় অবাঞ্চিত ঘোষণা করা হলো। উত্তরায় তাদের শুটিং করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরার ছাত্র-জনতা, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় বেশকিছু শুটিং হাউস রয়েছে। দেশের টিভি নাটকের একটা বড় অংশের শুটিং হয় উত্তরা ও পার্শ্ববর্তী এলাকায়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com