শিরোনাম
সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট ‘লোকটা হঠাৎ প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়’ গুলশানে চাঁদাবাজি: সেই রাতে উপদেষ্টা আসিফের সঙ্গে কী কথা হয়েছিল অপুর ব্র্যাকে ইয়াং প্রফেশনালস প্রোগ্রামে নিয়োগ, স্নাতক পাসেই সুযোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে ৪২ ধরনের আয় করমুক্ত অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে গ্রিন লাইন কেন হয় ও সহজ সমাধান গ্যাস্ট্রিক রোগীদের জন্য লেবুপানি কি নিরাপদ? ইতালির উপকূলে নৌকাডুবিতে অন্তত ২৬ অভিবাসীর মৃত্যু সাবেক তিন গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব ২ দিনে দেশে এসেছে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে ৪২ ধরনের আয় করমুক্ত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সরকারি কর্মকর্তাদের আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক হলেও সব ধরণের আয়ের ক্ষেত্রে কর দিতে হয় না তাদের। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রাখা হয়েছে।

তাদের করমুক্ত আয়ের মধ্যে রয়েছে- চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউয়েন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউয়েন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউয়েন্স, ক্লিনার অ্যালাউয়েন্স, ড্রাইভার অ্যালাউয়েন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউয়েন্স, পিবিএক্স অ্যালাউয়েন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউয়েন্স, নার্সিং অ্যালাউয়েন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউয়েন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউয়েন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা ও গার্ড পুলিশ ভাতা। এ ছাড়া অবসরকালে প্রদত্ত লাম্প গ্রান্টও করমুক্ত থাকবে।

তবে সরকারি বেতন আদেশভুক্ত একজন কর্মচারীর মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে ধরা হবে। এসব আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com