ক্ষমতায় থাকাকালীন আওয়ামীলীগ দেশকে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল : নীরব

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ঢাকা : ক্ষমতায় থাকাকালীন আওয়ামীলীগ দেশকে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নিজেদের আখের গুছিয়েছে, সাধারণ মানুষের কল্যাণে কিছুই করেনি।

বুধবার (১৩ আগষ্ট) রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনাকে দ্রুত গ্রেফতার করে বিচার ও সারাদেশে আওয়ামী সন্রাস নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। আমরা আজো পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্তি পেলেও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি। আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছালেও সেটির পূর্ণ বাস্তবায়ন এখনো বাকি।”

নীরব অভিযোগ করে বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করে দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। “এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী যতই চেষ্টা করুক, সফল হবে না, জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে।”

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায়। অচিরেই তিনি দেশে ফিরবেন এবং তাঁর নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে।”

দেশের অভ্যন্তরে ও বিদেশ থেকে এখনো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়-তাদের প্রতিহত করতে হবে। আজকের সমাবেশ থেকে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, “প্রত্যেকটি সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করবেন। ব্যর্থ হলে নেতৃত্বে পরিবর্তন আনা হবে। প্রভাব বিস্তার নয়, বরং মানুষের সাথে মিশে মতামত নিয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে সন্ত্রাসী কায়দায় জনগণের উপর প্রভাব বিস্তার করেছে, আপনারা কেউ বিএনপির নাম ভাঙিয়ে সে ধরনের আচরণ করবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় আমাদের বলেছেন, জনগণের পাশে থাকতে। তাই জনগণের মতামত নিয়ে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবির আহমেদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সম্পাদক আবুল মনসুর খান দীপক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সভাপতি মো: সোলায়মান, সুমন, সাজু প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com