‘প্রতিবেশী দেশের ষড়যন্ত্র মোকাবিলা করে অন্তর্বর্তী সরকার সফল’

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের কার্যক্রমকে সার্বিকভাবে সফল বলে অভিহিত করেছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, মব সংস্কৃতি দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ইনস্টিটিউট ফর ইনোভেশন ইন পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের এক বছর: মন্ত্রণালয়ভিত্তিক পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব মত উঠে আসে।

বক্তারা বলেন, প্রতিবেশী দেশের ষড়যন্ত্র, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নানা অপতৎপরতা এবং চলমান ২০০টির বেশি আন্দোলনের মাঝেও সরকার স্থিতিশীলতা বজায় রেখেছে, যা প্রশংসনীয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, ড. ইউনূস স্বাভাবিক প্রেক্ষাপটে দায়িত্ব নেননি। তাই প্রাপ্তি-অপ্রাপ্তির আলোচনায় যাব না। তবে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে সরকারকে আরও সতর্ক থাকতে হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, দুর্নীতি দমন গুরুত্বপূর্ণ ইস্যু হলেও এখানে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তবে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত দেশকে যে সরকার একটা পর্যায়ে নিতে পেরেছে, সেটি বড় সফলতা।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার একটি বড় অংশ নিয়ে রাজনৈতিক ঐকমত্য না থাকাটা চিন্তার বিষয়। এটি ভবিষ্যতে সংস্কারে বাধা হয়ে দাঁড়াতে পারে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com