চট্টগ্রাম : চট্টগ্রামে বন্দরকেন্দ্রিক একটি আন্দোলন দমন করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে অর্থ লেনদেনের কথোপকথনে জড়িত থাকতে শোনা গেছে।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে নিজাম উদ্দিন আরেক ব্যক্তির সঙ্গে আন্দোলন বন্ধে অর্থ দাবি করার বিষয়টি আলোচনা করছেন।
গত ৫ জুলাই নিজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন এক নারী। অভিযোগে বলা হয়, দুই কোটি টাকা চাঁদা না দেয়ায় তার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে পুলিশে আটক করানো হয়। নিজাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন, যার ফলে তার পদ স্থগিত করা হয়। পরে তাকে পুনরায় পদ দেওয়া হয়।
ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম মেসেঞ্জারে কল দিয়ে বলেন, “আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?”
অপর ব্যক্তি নিশ্চিত করে ‘হ্যাঁ’ উত্তর দেন। পাঁচ লাখ টাকা দেওয়ার কথা উঠে আসে। নিজাম আরও বলেন,
“আরো বেশি নিতে প্রেশার দাও… দেখতে হবে ওদের থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না। নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে কিছু দিয়ে দিলাম।”
আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দরকেন্দ্রিক সমন্বয়ক হিসেবে পরিচিত।
ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন আন্দোলনের সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, “নিজাম উদ্দিন শুধু দুর্নীতিই করেননি, ছাত্র ও জনতার বিশ্বাসঘাতকতা করেছেন।”
রাহাদুল বলেন, “আমাকে ভিডিওটি দেওয়া হয়েছে। আগেও তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল, এবার বন্দরকেন্দ্রিক আন্দোলন দমনে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।”
এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, “আগে অভিযোগ উঠার পর কমিটি গঠনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা ইতিবাচক জবাব দেয়। এখন অভিযোগ আসায় আমরা তার কাছে ব্যাখ্যা চাইব।”
বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে।