ময়মনসিংহে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৩

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহ নগরীতে এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তোফাজ্জল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান তোফাজ্জল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আব্দুল কুদ্দুস নামে একজন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে দগ্ধ দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি চারজন আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন সদর উপজেলার কিছমত গ্রামের বাসিন্দা প্রাইভেটকার চালক হিমেল (২৫), রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৮৫) ও সদর উপজেলার আব্দুস সালামের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫)।

সোমবার দুপুর আড়াইটার দুইটার দিকে নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আগুনে দগ্ধ হয়ে প্রাইভেটকার চালক মো. হিমেল মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com