প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৩১

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

প্রকাশ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের (ঢাকা-চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফল। এতে সহকারী শিক্ষক পদে নির্বাচিত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৮টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।

তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার প্রার্থীরা অংশ নেন। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, সবচেয়ে বেশি সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা থেকে, যেখানে ৮১২ জন নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা, সেখানে ৬৪১ জন এবং তৃতীয় স্থানে টাঙ্গাইল জেলা থেকে ৫৯৭ জন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কক্সবাজার থেকে ১৮৫, চাঁদপুর থেকে ৩৫৮, নোয়াখালী থেকে ৩২৮, ফেনী থেকে ১৩৭, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৪৯, লক্ষ্মীপুর থেকে ৩২৭, কিশোরগঞ্জ থেকে ২৮৮, গাজীপুর থেকে ২৪১, গোপালগঞ্জ থেকে ২৫৪, ঢাকায় ৩০৯, নরসিংদীতে ২৬০, নারায়ণগঞ্জে ১৮৪, ফরিদপুরে ২২৭, মাদারীপুরে ২০৮, মানিকগঞ্জে ৩০১, মুন্সিগঞ্জে ২২২, রাজবাড়ীতে ১০৪ এবং শরীয়তপুর থেকে ১৯৯ জন নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং চলতি বছরের ২৯ মার্চ এ ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশের পর ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। এরপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রার্থীদের নিজ নিজ জেলার শিক্ষা অফিসে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com