উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত ৮

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরে একটি তিনতলা ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার বিকালে শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তিনতলা ওই ভবনটিতে বেশ কিছু গোডাউন এবং মোটর ওয়ার্কশপ ছিল। সেখানে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থা বাহিনী (এসডিআরএফ)।

জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কিনা, সেদিকে খোঁজ নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল। দুর্ঘটনার সময়ও সেখানে নির্মাণকাজ চলছিল। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে যখন এ দুর্ঘটনা ঘটে তখন, অনেকেই ভবনটির নিচতলায় কাজ করছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির নিচতলায় একটি মোটর ওয়ার্কশপ এবং গুদাম ছিল। দ্বিতীয়তলায় একটি মেডিকেল গোডাউন, আর তৃতীয় তলায় একটি কাটলারির গুদাম ছিল।

দুর্ঘটনায় আহত মেডিকেল গোডাউনের এক কর্মচারী আকাশ সিং বলেন, ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল।

তিনি বলেন, বৃষ্টি হচ্ছিল বলে আমরা নিচতলায় নেমে এসেছিলাম। এসময় আমরা লক্ষ্য করলাম যে, ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এরপর হঠাৎ, পুরো বিল্ডিং আমাদের ওপর ধসে পড়ে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com