অস্ট্রেলিয়ার বিপক্ষে অতীতে ৫ ওয়ানডে আর ১টি টি-টোয়েন্টির কোনোটিতেই জয়ের মুখ দেখেনি স্কটল্যান্ড। ৩ ম্যাচের এবারের টি-২০ সিরিজে রীতিমতো বিধ্বস্ত হয়েছে দল। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নটা অধরাই রইল স্কটল্যান্ডের।
ক্যামেরন গ্রিনের অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে শনিবার (৭ সেপ্টেম্বর) সহজ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের ১৪৯ রানের জবাবে ৬ উইকেটে জিতেছে তারা। গ্রিন বল হাতে ৩৫ রানে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৩৯ বলে করেন ৬২ রান।
এডিনবার্গে প্রথম ম্যাচে পাওয়ারপ্লের ইতিহাসে সর্বোচ্চ ৭৩ করা হেড রান তাড়া করতে নেমে আউট হন স্কোরবোর্ডে ১২ তুলে। আগের ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিলেন বিধ্বংসী এই অজি। সাড়া ফেলে জাতীয় দলে আগমন হওয়া ফ্রেসার ম্যাকগার্কও রান পাননি টানা তৃতীয় ম্যাচে। দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন এ ওপেনার, দ্বিতীয় ম্যাচে ১৬ বলে করেছিলেন ১৬। এ দুজনকেই ফেরান ব্রাডলি কুরি।
দুই ওপেনারের ব্যর্থ হওয়ার দিনে রানের সুরটা বেঁধে দেন অধিনায়ক মিচেল মার্শ। ২৩ বলে ৩১ রান করে তিনি আউট হলে ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড ছোটখাট ঝড় তুলেন। ডেভিড ১৪ বলে ২৫ রানের ক্যামিও খেলে আউট হলেও ১৬.১ ওভারে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন গ্রিন। তার ৩৯ বলের ইনিংসে ছিল আছে ২টি চার ও ৫টি ছয়ের মার।
এর আগে ৯ উইকেটে ১৪৯ রান করেছিল স্কটল্যান্ড। ব্রান্ডন ম্যাকমুলেন ৩৮ বলে ৫৮, জর্জ মুনসি ২৫ ও মার্ক ওয়াট ১৮ রান করেন। অ্যারন হার্ডি ও শন অ্যাবোট নেন ২টি করে উইকেট। মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পার শিকার ১টি করে।