সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ৯৩৩ কোটি

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দর উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে । আজ লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকারও বেশি সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৯ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৪৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৮ পয়েন্টে।

রবিবার ডিএসইতে মোট ৯৩৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবস বৃহস্পতিবার (২৯ আগষ্ট) লেনদেন হয়েছিলো ৯৬৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৩ দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ২৫৫ টির, কমেছে ১০০ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৫ টি কোম্পানির বাজারদর।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com