পাকিস্তান দলে ডাক পেলেন ‘নিষিদ্ধ ক্রিকেটার’

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ক্রিকেটার উসমান খানকে নিয়ে রীতিমতো লড়াইয়ে দেশ দুটির ক্রিকেট বোর্ড। পিএসএলের সর্বশেষ সংস্করণে নজরকাড়া এই ওপেনার চলতি বছরে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

সম্প্রতি তাকে জাতীয় দলের ক্যাম্পে ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ডাকে সাড়া দেওয়ার পরই মূলত বিপত্তি বাধে। চুক্তির শর্তভঙ্গের দায়ে আরব আমিরাত ক্রিকেট (ইসিবি) তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞার কারণে ২০২৯ পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না উসমান।

এর মধ্যেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, আরব আমিরাতের উসমান খানকে পাকিস্তান জাতীয় দলের জন্য বিবেচনা করা হয়েছে এবং তিনি জাতীয় দলের অংশ হবেন। এমন মন্তব্যের পরপরই আসন্ন ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উসমান খান। এ সিরিজে ভালো করলে পাকিস্তানের হয়ে বিশ্বকাপের বিমানেও চড়তে পারেন।

আরব আমিরাতের হয়ে এখনও খেলেননি উসমান। কারণ আইসিসির নিয়মানুসারে তিন বছর আরব আমিরাতে অবস্থান করলেই জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন। তবে সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন উসমান। যার জন্য তাকে এতদিন সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছিল ইসিবি। আর এ কারণেই তাকে নিষিদ্ধ করেছে আমিরাতের ক্রিকেট।

সেই বিজ্ঞপ্তিতে ইসিবি বলেছে, ‘উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বলেছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া মেনে চলতে হবে, সেটা সম্পূর্ণ করতে চায় না।’

সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সে বিদেশি কোটায় খেলেছেন উসমান। পিএসএলে ৭ ইনিংসে দুই সেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান করেন তিনি। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের পরিকল্পনায় উসমানকে রেখেছে পাকিস্তান। এ জন্যই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে সুযোগ পেলেন দুটি প্রথম শ্রেনী, ১টি লিস্ট ‘এ’ এবং ৩৬টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উসমান। ২০২২-২৩ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন তিনি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com