পাকিস্তানের নারী ক্রিকেটে বড় ধাক্কা। শুক্রবার (৫ এপ্রিল) গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ব্যাটার বিসমাহ মারুফ ও লেগ স্পিনার গুলাম ফাতিমা। তবে শঙ্কার কিছু ঘটেনি। আজ (শনিবার) সিটি স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে, তাদের আঘাত গুরুতর নয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, বিসমাহ ও ফাতিমাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন বোর্ডের মেডিকেল টিমের অধীনে থাকবেন। সামনেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের প্রস্তুতির লক্ষ্যে অনুশীলন ক্যাম্পের অংশ ছিলেন বিসমাহ ও ফাতিমা।
করাচির জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ খেলবে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি। শুরু হবে ১৮ এপ্রিল থেকে।
গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা পাকিস্তানের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন বিসমাহ ও ফাতিমা। ওই সিরিজে তিন ইনিংসে বিসমাহ করেছিলেন ৮৯ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ৬৮ রানের। অন্যদিকে ফাতিমা পেয়েছিলেন ৬ উইকেট।