ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই পলাশ।
নিহত আনসার সদস্যের নাম মো. সেলিম হোসেন।
রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন গোপালপুর উপজেলা সদরের জব্বার খলিফার ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই পলাশ জানান, বিকেলে গোপালপুর থেকে মোটরসাইকেল নিয়ে সেলিম হোসেন টাঙ্গাইল যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সেলিম নিহত হন। ঘটনার পরপরই ট্রাকটি স্থানীয় লোকজন আটক করলেও চালক পালিয়ে যায়।