অভিনয়ে ও গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। ছোটবেলায় অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমন গান গেয়েও শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। আমজাদ হোসেনের ‘ভাত দে’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
তবে অভিনয়ে নিয়মিত হননি। গায়িকা হিসেবেই ক্যারিয়ার গড়েছেন। বাবা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’-এ গান গেয়ে গায়িকা হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আঁখি। গান করছেন তিনি নিয়মিতই।
অনন্য মামুন পরিচালিত একটি অভিজাত আবাসিক হোটেলের মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও অনন্য মামুনের নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করেছি। এ নিয়ে তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। মামুনের নির্দেশনা বেশ গোছানো। হোটেলটির পরিবেশ এক কথায় দুর্দান্ত। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিজ্ঞাপনটি প্রচারে এলে সবাই তা অনুভব করতে পারবেন।’
আঁখি আলমগীর জানান, বিজ্ঞাপনের কাজ শেষে গতকাল ঢাকায় এসেছেন। এদিকে চলতি মাসে বেশ কিছু স্টেজ শোয় গান গেয়েছেন আঁখি। ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি ঢাকাতেই তিনটি ভিন্ন শোতে সংগীত পরিবেশন করবেন তিনি। আঁখি আলমগীরের সর্বশেষ আলোচিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘টিপটিপ বৃষ্টি’, ‘পিয়া গিয়েছে দুবাই’, ‘রাজকুমারী’, ‘কোথায় রেখেছো আমায়’, ‘লায়লা’।
প্রায়ই তাকে দেখা যায় নানা পণ্যের প্রচারে। সর্বশেষ আলমগীর ও রুনা লায়লার সঙ্গে একটি ওভিসিতে মডেল হয়েছিলেন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন আঁখি। ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারে এর শুটিং করেন।