মেসিকে ছাড়িয়ে যাওয়ার দিনে গোল করে দলের জয়ে বড় অবদান রাখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের আগে পর্তুগিজ তারকার হাতে সৌদি লিগের প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। সে উপলক্ষে আল নাসর এদিন তাদের অনূর্ধ্ব ১৩ দলকে মাঠে আমন্ত্রণ জানিয়েছিল। উদ্দেশ্য ছিল, বর্তমানের সঙ্গে ভবিষ্যতের মেলবন্ধন। এদিন বাবা রোনালদোর সঙ্গে দেখা হয়ে যায় রোনালদো জুনিয়রের। এরপর ম্যাচে নেমেই উপলক্ষটা রাঙালেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগের খেলায় আল ফাতেহকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। আজও গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলে এগিয়ে যাওয়ার পর সালেম আল-নাজদির গোলে সমতায় ফেরে আল ফাতেহ। কিন্তু ওতাভিও দারুণ এক হেডে আল নাসরকে জয়সূচক গোল এনে দেন।
এদিন ম্যাচের আগে ঘটা করে রোনালদোর হাতে ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর মাঠে নেমে আপন আলোয় উজ্জ্বল ছিলেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা।
ম্যাচের ১৫ মিনিটেই ঝলক দেখিয়েছিলেন রোনালদো। অ্যান্ডারসন তালিস্কার সঙ্গে বল দেয়া-নেয়া করে দারুণ এক সুযোগ তৈরি করে দেন। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তালিস্কা। দুই মিনিট পরেই অবশ্য রোনালদো দলকে এগিয়ে দেন।
ডানপ্রান্ত থেকে আল ঘানামের বাড়ানো বল নিখুঁত শটে জালে পাঠান ৩৯ বছর বয়সী রোনালদো। এটি তার ৭১৫তম নন-পেনাল্টি গোল। অর্থ্যাৎ এখন পর্যন্ত ক্যারিয়ারে পেনাল্টি ছাড়াই ৭১৫টি গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। তাতে পেছনে ফেলেছেন ৭১৪টি নন-পেনাল্টি গোল করা লিওনেল মেসিকে।
চলতি মৌসুমে লিগে ১৯ ম্যাচে ২১ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন রোনালদো।
২৬ মিনিটে বড় ধাক্কা খায় আল-নাসর। মাঠ ছাড়েন নিয়মিত গোলরক্ষক রাঘেদ আল-নাজ্জার। বদলি হিসেবে মাঠে ঢোকেন ওয়ালিড আব্দুল্লাহ। এর ৩ মিনিট বাদেই গোল খায় আল নাসর। আল নাজদি জোরাল শটে গোল করে আল ফাতেহকে সমতায় ফেরান।
সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির ঠিক পরেই দারুণ সুযোগ পেয়েছিল আল ফাতিহ। এক সিরিজ আক্রমণে কাঁপিয়ে দেয় আল নাসরের রক্ষণ। তবে শেষ পর্যন্ত বিপদ কেটে যায় রোনালদোর দলের। ৬১ মিনিটে আল নাসরের ব্রোজোভিচের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন আল ফাতেহর গোলরক্ষক।
৭২ মিনিটে ভাগ্য খোলে আল নাসরের। ওতাভিওর গোলে ফের এগিয়ে যায় আল নাসর। এই গোলের নেপথ্যেও ছিলেন রোনালদো। আল-ফাতেহর ডি বক্সের ঠিক বাইরে থেকে রোনালদো বল বাড়ান ডান প্রান্তে আল ঘানামকে। তিনি ডি-বক্সে ক্রস বাড়ালে বল পেয়ে নিখুঁত প্লেসিং শটে বল জালে জড়ান ওতাভিও। এই গোল ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
এই জয়ে ২০ ম্যাচে ১৬ জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।