ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও তলানিতে নেমেছে। এদিন ডিএসইতে লেনদেন ৩০০ কোটির নিচে নেমে গেছে; যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ২৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইর। এর আগে গত ১৭ আগস্ট ডিএসইতে ২৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৭২ কোটি ৭৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।