আইপিএল থেকে দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টে গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এবার নিলামের আগেই ফিজকে দুঃসংবাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কতৃপক্ষ। তাই নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।

২০১৬ সালে মোস্তাফিজকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেবার হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল বাংলাদেশের তারকার। সেবার হয়েছিল সেরা উদীয়মান ক্রিকেটার। দুই মৌসুম হায়দরবাদে থেকে ২০১৮ সালে তিনি যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

২০১৯ সালে আইপিএলের জন্য তাকে ছাড়েনি বিসিবি। ২০২০ সালে থেকে যান অবিক্রীত। ২০২১ সালে সব শেষ আসরে ভিত্তিমূল্য এক কোটি রূপিতে রাজস্থান রয়্যালসে দল পেয়েছিলেন মোস্তাফিজ। এই আসরে বেশ ভালো নৈপুণ্য দেখান তিনি।

যার সুবাদে ২০২২ সালে ফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি। কিন্তু দুই মৌসুম দলটিতে কাটিয়ে আবার বাইরে ছিটকে গেলেন তিনি। তাই আসন্ন আসরে নতুন কোনো দলের হয়ে আইপিএলে দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে।

এবার আইপিএলের নিলামের আগে মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। যেখানে ৪ জন বিদেশি ও ৭ জন দেশি ক্রিকেটার। আর তাদের ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা ১৬ জন। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৪ জন ও দেশি ১২ জন।

দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া ক্রিকেটারের তালিকা: রাইলি রুশো, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, মানীশ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগরকোটি, রিপাল প্যাটেল, সরফরাজ খান, আমান খান, প্রিয়াম গর্গ।

দিল্লি ক্যাপিটালসের ধরে রাখা ক্রিকেটারের তালিকা : ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, ইয়াশ ধুল, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, প্রভিন দুবে, ভিকি অস্টওয়াল, এনরিখ নরকিয়ে, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com