স্পোর্টস ডেস্ক: গোলরক্ষকসহ ডিফেন্স লাইনের ওপর দিয়ে বল গিয়ে জড়ালো জালে। আর এরপরেই শুরু হলো ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চিরচেনা সেই উদযাপন। সবমিলিয়ে ফুটবল বিশ্ব সাক্ষী হয়েছে অন্যতম আকর্ষণীয় এক গোলের। সেটিকে অবিশ্বাস্য বললে হয়তো অত্যুক্তি করা হবে না।
শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-আখদৌদ। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় রোনালদোর আল-নাসর। দলের হয়ে তিনি জোড়া গোল করেন। এছাড়া ১টি গোল করেন সামি আল-নাজি।
ম্যাচের ১৩ মিনিটে সামি আল-নাজি নাসরের হয়ে লিড গোল করেন। এরপরে ৭৭ ও ৮০ মিনিটে জোড়া গোলের ভেলকি দেখান রোনালদো। সামির গোলে সহায়তা করেছেন ডিফেন্ডার সুলতান আল-ঘানাম।
এ দিকে ম্যাচটিতে পর্তুগিজ সুপারস্টার ইনজুরিতে ভুগেছেন। প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে আক্রমণে নেমে পিঠে চোট পান তিনি। তবে সেটিকে পেছনে ফেলে দুর্দান্ত গোল উপহার দিয়ে নায়ক বনে যান। মূলত আল-নাসরের আক্রমণের সময়ে প্রতিপক্ষের গোলরক্ষক পাওলো ভিটোর গোললাইনে না থেকে কিছুটা উপরে উঠে আসেন। আর সেই সুযোগে মাথার ওপর দিয়ে সিআরসেভেন বল পাঠান জালে। আখদৌদের খেলোয়াড়দের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
এর তিন মিনিট পরেই আবারও গোলের দেখা পেয়ে যান রোনালদো। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।
লিগের অপর ম্যাচে ফুটবল তারকা করিম বেনজেমা নিজের দলকে জয় এনে দিতে পারেননি। আল-ইত্তিহাদ ও আল-ইত্তিফাকের মুখোমুখি দেখায় ১-১ গোলের ড্র হয়েছে। ইত্তিফাকের হয়ে গোল করেন জর্জিনিও উইজনাল্ডাম এবং ইত্তিহাদকে সমতায় ফেরান আবদেররাজাক হামদাল্লাহ।