নাটোর: নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বীথি নামের এক স্বাস্থ্যকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার তোফাকাটা মোড় এলাকা থেকে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাণ হারানো ৩২ বছর বয়সী বীথি লালপুরের বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। তিনি স্থানীয় আনোয়ার ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতেন।
লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন শেষে ক্লিনিক থেকে বের হন বীথি। বাড়ি না ফেরায় স্বজনরা তাকে অনেক খোঁজাখুজি করে। ওই সময় বীথির মোবাইল নম্বরে কল দিলেও তা রিসিভ হয়নি। পরে শুক্রবার সকালে স্থানীয়রা তোফাকাটা মোড় এলাকার আম বাগানের পাশে বীথির গলা কাটা মরদেহ দেখতে পান।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পাশাপাশি তার পাশে মানিব্যাগ ও পুরুষের ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখে সেগুলো আলামত হিসেবে জব্দ করে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, বীথির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।