ঢাকা : বিএনপির ঢাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন সন্ধ্যায় রাজধানীর শনির আখড়ায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপরে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে করে।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত (১৩ দিন) সারা দেশে ১৩১টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।