ঢাকা : সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াত ও সমমনা অন্য বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন রাতে রাজধানীর বনানী এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মানিক দাস (৪৫) নামে বিমানের এক ক্লিনার দগ্ধ হয়েছেন।
রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় মানিক দাসকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মানিক দাসের শরীরের ৫ শতাংশ ফ্লেম বার্ন রয়েছে। তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধ মানিক দাস জানান, রাতে এয়ারপোর্টে ডিউটি শেষে ২০-২৫ জন বিমানের স্টাফ বাসে করে বাসায় ফিরছিলেন। এয়ারপোর্ট থেকে বনানীতে ঢোকার সময় জানালা দিয়ে তরল পদার্থ ছুড়ে মারা হয়। এতে গাড়িতে আগুন ধরে গেলে তার ডান হাত ও বাম পা দগ্ধ হয়। পরে ওই বাসে থাকা তপু নামে এক সহকর্মী তাকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসে।
তিনি আরও জানান, এই ঘটনায় ওই বাসে থাকা আরও পাঁচ ছয় জন আহত হয়েছে। তবে কোথায় তাদের চিকিৎসা চলছে তা বলতে পারেননি।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার এ অবরোধ কর্মসূচি রোববার (১২ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে আজ সোমবার (১৩ নভেম্বর) পর্যন্ত।