আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের পাশে একটি অ্যাম্বুলেন্স বহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ১৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, শুক্রবার বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত রোগীদের আল-শিফা হাসপাতাল থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই অ্যাম্বুলেন্স বহরকে নিশানা করেই বোমা হামলা করেছে ইসরায়েলি সেনারা।
তিনি বলেন, আমরা রেড ক্রস ও রেড ক্রিসেন্টকে অবহিত করেছি। আমরা সারা বিশ্বকে জানিয়েছি। এসব অ্যাম্বুলেন্সে বহু আহত মানুষ ছিলেন। এটি একটি মেডিকেল গাড়ির বহর ছিল।
এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আল-শিফা হাসপাতালের পাশে তাদের একটি অ্যাম্বুলেন্সকে নিশানা করেও হামলা হয়েছে। তবে এ হামলায় তাদের কর্মীরা প্রাণে রক্ষা পেয়েছেন।
অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, যোদ্ধা ও অস্ত্র পরিবহনে এসব অ্যাম্বুলেন্স ব্যবহার করে আসছিল হামাস। এ হামলায় বেশ কয়েকজন হামাস যোদ্ধা নিহত হয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে। এ ঘটনার পরপর সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।