স্পোটর্স ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ডাচদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তারা উৎরে গেছে ১১১ বল হাতে রেখেই। ছোট লক্ষ্য তাড়ায় তেমন বেগ পেতে হয়নি আফগানিস্তানকে। যদিও শুরুর দিকে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে ভিন্ন আভাসই দিয়েছিল ডাচরা। এর পরের গল্পটা রহমত শাহ ও হাশমতউল্লাহ শহিদীর লেখা। দুজনের ব্যক্তিগত অর্ধশতকে আফগানিস্তান বড় জয় পেয়েছে।
নেদারল্যান্ডসের সাম্প্রতিক ফর্ম দেখে মনে হয়েছিল– আফগানিস্তানের সঙ্গে তাদের ম্যাচটা রোমাঞ্চ ছড়াবে! কিন্তু বিশ্বকাপের আর আট-দশটি ম্যাচের মতো একেবারে একপেশে এক ম্যাচ হয়ে গেল লখনৌতে। আফগানদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি। এছাড়া রহমত শাহ করেছেন ৫২ রান।
ডাচদের হয়ে লোগান ফন বিক, রোলফ ফন ডার মারওয়ে ও সাকিব জুলফিকার একটি করে উইকেট পেয়েছেন। এই জয়ে বিশ্বকাপের চলমান আসরে চতুর্থ জয়ের দেখা পেয়েছে তারা। ৮ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে পয়েন্ট তালিকার ৫ নম্বরে। উঠে গেছে তারা সেমিফাইনালের দৌড়ে। ৬ পয়েন্ট নিয়ে তাদের পেছনে পড়েছে পাকিস্তান।