নিজস্ব প্রতিবেদক : চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৩ হাজার ৭৮ জনে। ফাইল ছবি
এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৫ জনে।
পাশাপাশি গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০৩ জন। এ নিয়ে চলতি বছর দেশে রোগটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৩ হাজার ৭৮ জনে।
বুধবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার একই সময় পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০৩ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৩৮৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৫১৯ জন। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৩৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে দুইজন ঢাকার বাসিন্দা এবং বাকি ৫ জন অন্যান্য জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৫৫৩ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৩ হাজার ৫২৫ জন। এছাড়াও বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে উঠেছেন দুই লাখ ৬৫ হাজার ৩৭৭ জন।
২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।