মৌলভীবাজারে সড়ক অবরোধ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩

ঢাকা-সিলেট মহাসড়কে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে মৌলভীবাজার জেলা যুবদল। বুধবার (১ নভেম্বর) সকালে গিয়াসনগর বাজার এলাকায় সড়ক অবরোধ করা হয়।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলুকে পুলিশি হেফাজতে হত্যা ও সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহসভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহসভাপতি আশিক মোশাররফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিসবাহুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, তোফায়েল আহমদ তুয়েল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সামাদুজ্জামান, শাহান পারভেজ শিপন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামনুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাফিয়ুল আহমেদ জুসেফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বলেন, যুবদল নেতা জিলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুধু যুবদল নেতা জিলু নয়, সব হত্যাকাণ্ডের বিচার একদিন বাংলার মাটিতেই হবে। আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন। এদের পায়ের তলায় মাটি নেই।

তিনি বলেন, সেই দিন বেশি দুরে নয়। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কোনো ফ্যাসিষ্ট সরকারই ক্ষমতায় থাকতে পারেনি। তারাও পারবে না। গাড়িতে আগুন দিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমাতে চাচ্ছে।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, যুবদল নেতা জিলুকে হত্যার মাধ্যমে চলমান আন্দোলন দমাতে চায়। আদর্শ ও ন্যায়ের সংগ্রাম কখনো পরাজিত হয় না। তারা বিরোধী নেতাকর্মীদের জেলে রেখে আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায়। সে আশা গুড়ে বালি হবে। এদের পতন অত্যাসন্ন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com