ঢাকা : যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
এই অবরোধের সমর্থনে রাাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বনানী বাসস্ট্যান্ড থেকে মহাখালী আমতলা গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয় ।
কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে মিছিলে সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সদস্য মিজানুর রহমান রাজ সহ বিপুল সংখ্যাক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।