আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এনডিটিভির খবর অনুসারে, রবিবার সন্ধ্যায় হাওড়া-চেন্নাই লাইনে একটি ট্রেন সিগন্যাল অতিক্রম করে পেছন থেকে আরেকটিকে ট্রেনকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।
খবরে বলা হয়, বিশাখাপত্তনম এবং পালাসার মধ্যে একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন সিগন্যাল না পাওয়ায় আলামান্ডা এবং কান্তকাপল্লের মধ্যে রাস্তায় থেমে ছিল। এ সময় ভিজাগ-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটি পেছন থেকে সেটিকে ধাক্কা মারে। এ ঘটনায় তিনটি কোচ লাইনচ্যুত হয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে মানুষের ভুলে দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের চালক সংকেত দেখেননি।